মাঠে না এসেই জুম কানেক্টিভিটিতে ফুটবল ম্যাচ উপভোগ করেছেন ১০ হাজার দর্শক।
ডেনমার্কের প্রিমিয়ার ডিভিশন ফুটবলে আরহাউস আর রেন্ডার্সের ম্যাচ সরাসরি উপভোগ করেছেন ১০ হাজার সমর্থক। তবে, মাঠে এসে না তারা যোগ দিয়েছিলেন জুম কানেক্টিভিটিতে।
সেরেস পার্ক স্টেডিয়ামের চারপাশে ছিল ভার্চুয়াল মনিটর। নিজ নিজ ঘরে বসেই ফ্রি টিকিটে পর্দায় হাজির হয়েছিলেন দর্শকরা। যে যেই দলের সাপোর্টার তারা মনিটরে বসেছিলেন একসাথে। আবার নিউট্রাল ফ্যানদের জন্যও ছিল আলাদা ব্যবস্হা। হাতে প্লে-কার্ড, পতাকা ছিল সবই।
খালি মাঠের চেয়ে জুমে যোগ দেয়া দর্শকদের সামনে খেলে মজাও পেয়েছেন ফুটবলাররা। তবে, ম্যাচে ফল আসেনি। ১-১ গোলে ড্র হয়েছে আরহাউস আর রেন্ডার্সে ম্যাচ। সূচি অনুযায়ী জুলাইয়ের ২৯ তারিখ শেষ হবে ডেনিশ লিগ।