করোনাভাইরাসের কারণে পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চাকরির পরীক্ষা ১৮ থেকে ৩১শে মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ই মার্চ) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসের কারণে ১৮ই মার্চ থেকে আগামী ৩১শে মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (১৬ই মার্চ) সকালে, মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর কিছুক্ষণ আগে, আগামী ১৮-২৮শে মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস-পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫১৮ জন। রবিবার আরও মারা গেছে প্রায় ৭শ’ জন। বিশ্বের ১৫৭ দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।