যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
বুধবার (২৭ মার্চ) সরকারি বাসভবনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, ‘বিএনপি বর্তমানে রাজনৈতিক দল হিসেবে আইসোলেশনে রয়েছে।’ লকডাউনের নামে জনজীবন স্তব্ধ করে, জীবিকার পথ বন্ধ রেখে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টির অপকৌশলই বিএনপির মনের কথা বলেও অভিযোগও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সব সময় ঝাঁঝালো কিছু শব্দ ব্যবহার করে চাতুর্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। মির্জা ফখরুল সমন্বয়হীনতার কথা বলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন।’