এবার ঘরে বসেই আয়নাবাজি করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
করোনার সংক্রমণ ঝুঁকি নিয়ে সচেতন করতে অভিনেতা, নির্মাতা এবং সব কলাকূশলী কাজ করেছেন ঘরে বসেই। আর তিন পর্বের এই নতুন আয়নাবাজির উদ্বোধনী পর্ব সম্প্রচার হলো মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ডিবিসি নিউজে। বুধ ও বৃহস্পতিবার একই সময়ে পরের দুই পর্ব সম্প্রচার হবে।
বৈশ্বিক ভয়াবহ করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে সচেতন করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন ‘ঘরে বসে আয়নাবাজি’র কলাকুশলীরা।
এর পেছনে কাজ করেছেন আলোচিত আয়নাবাজি সিনেমার নির্মাতা। পরিচালনা করেছেন অমিতাভ রেজা। বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ‘ব্র্যাক’ এবং অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় নির্মাণ হয়েছে ‘ঘরে বসে আয়নাবাজি’।