কাল থেকে খুলছে মসজিদে নববী। তবে এখনই খুলছে না মক্কার মসজিদগুলো। মক্কা বাদে অন্যান্য শহরগুলোর সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শনিবার দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান।
রবিবার ফজরের ওয়াক্ত থেকে মসজিদে নববীতে নামাজ পড়তে পারবেন মুসল্লিরা। তবে মাত্র ৪০ শতাংশ মুসল্লি একসঙ্গে উপস্থিত থাকতে পারবেন। নামাজ শেষ করতে হবে ১৫ মিনিটের মধ্যে। মসজিদে প্রবেশের আগে মুসল্লিদের জীবানুমুক্ত হতে হবে।
এছাড়া পরতে হবে মাস্ক, বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। সংক্রমণ রোধে এরই মধ্যে মসজিদ থেকে কার্পেট সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি মসজিদে শিশুদের প্রবেশ নিষিদ্ধ ও জমজম পানির সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।